1. admin@nayajugantor.com : admin :
শুভ্রতা ছড়ানো শ্বেতকাঞ্চন ওলী আহম্মেদ, - নয়া যুগান্তর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

শুভ্রতা ছড়ানো শ্বেতকাঞ্চন ওলী আহম্মেদ,

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

শেকৃবি প্রতিনিধি: ফুলের নাম শ্বেতকাঞ্চন। ইংরেজিতে Snower Orchid Flower, বৈজ্ঞানিক নাম Bauhinia acuminata। গন্ধ নেই, তবে শুভ্রতার আকর্ষণ যে কোনো ফুলপ্রেমীকে কাছে টানবে বারবার- মনে হবে একটু ছুঁয়ে দিই!

শীতকালে পত্র-পুষ্পহীন গুল্মজাতীয় পত্রঝরা এ উদ্ভিদে শীত পেরোলেই ঋতুরাজ বসন্তে নতুন পাতা ছড়িয়ে থোকায় থোকায় ফুল ফুটতে শুরু করে। শরৎকাল পর্যন্ত বিলাতে থাকে মোহনীয় শুভ্রতা। শ্বেত-শুভ্রতা আর সৃষ্টিশৈলীতে শ্বেতকাঞ্চন ফুলের জুড়ি মেলা ভার।

গন্ধহীন সাদা এ ফুল পত্রকক্ষের একেকটি থোকায় বেশ কয়েকটি ফোটে। পাঁচটি মুক্ত পাপড়ি, ১০টি পুংকেশর ও একটি গর্ভমুন্ডবিশিষ্ট শ্বেতকাঞ্চনের সাদা পাপড়িগুলো গরুর খুর আকৃতির বলে এর পাপড়িগুলোকে মজা করে বলা হয় Ox hoof। ফুলটির বাদামি ধূসর রঙা শুঁটি (cWশিমের মতোই চ্যাপ্টা। এতেই বীজ হয়, আর বীজ থেকে চারা গাছ।

 

আয়ুর্বেদ শাস্ত্রমতে কুষ্ঠরোগ, ক্ষত, হাঁপানি ও পেটের পীড়া নিরাময়সহ সাপ দংশনের বিষ কাটাতে শ্বেতকাঞ্চনের ভেষজ গুণ রয়েছে। এ গাছের বাকল থেকে থেকে তৈরি হয় রং, ট্যানিনের মতো মূল্যবান বস্তু। শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে বিভিন্ন অফিস-আদালতপাড়ায় শ্বেতকাঞ্চনের দেখা মেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 নয়া যুগান্তর
Theme Customized BY WooHostBD