1. admin@nayajugantor.com : admin :
‌‘ইসির ওপর পশ্চিমাদের কোনো চাপ নেই’ - নয়া যুগান্তর
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

‌‘ইসির ওপর পশ্চিমাদের কোনো চাপ নেই’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচন কমিশনের ওপর পশ্চিমাদের মোটেও কোনো চাপ নেই। যেটা আছে, ওটা রাজনৈতিক সমস্যা। আমাদের সমস্যা না। দেশের প্রতি চাপ আছে কি না আমরা জানি না। সেটা সরকার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বুঝবে।’

আজ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা একবারও বলিনি তফসিল পেছানোর কথা। সব দল অংশগ্রহণ করুক এটা আমাদের মনেপ্রাণের ইচ্ছা। ২৮ জানুয়ারির মধ্যে শপথ নেওয়াতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তবে তফসিল পেছানোর বিষয়ে কোনো দল আবেদন করলে আমরা আন্তরিকভাবে কমিশন মিটিংয়ে বিবেচনা করার চেষ্টা করব।’

 

তিনি বলেন, ‘ইভিএম যখন ছিল তখন আমাদের একটা কন্ট্রোল ছিল। ব্যালটেও যে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব, সকলের সহযোগিতায় তা প্রমাণ করব। এমন একটা নির্বাচন উপহার দেব যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে যারা নির্বাচন করতে আসবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, নতুন পথ অবলম্বন করে আরও ভালো করবে, ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ভোটার পার্সেন্টেজ ভালো হবে বলে আমরা আশা করি।’

সভায় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 নয়া যুগান্তর
Theme Customized BY WooHostBD